Breaking news 1/8/2022 5:30 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 1/8/2022 5:30 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

মধ্যপ্রদেশের জব্বলপুরে একটি বেসরকারি হাসপাতালে আগুন লেগে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সাবধানতা সত্ত্বেও অন্তত ৫ জন রোগী এবং ৩ জন্য হাসপাতালের কর্মীর মৃত্যু হয়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে অগ্নিনির্বাপণ দপ্তরের আধিকারিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছছেন পুলিশ সুপার সিদ্ধার্থ বহুগুণা। তবে কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন পুলিশ সুপার। 

কল্যাণী এইমসে বেআইনিভাবে নিয়োগের অভিযোগে আবারও বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রি শেখর দানার বাড়িতে সিআইডির প্রতিনিধি দল। সোমবার সকালে সিআইডির গোয়েন্দারা বাঁকুড়ায় বিধায়কের বাড়ি গিয়ে নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানাকে জেরা করেন। দীর্ঘক্ষণ চলে জেরাপর্ব।ওদিকে মৈত্রীর আইনজীবী জানিয়েছেন, চলতি মাসেই শেষ হবে চাকরিতে তাঁর চুক্তির মেয়াদ। বিষয়টি অযথা জটিল করা হচ্ছে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৯/১১/২০২২

জমি দুর্নীতি মামলায় উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ সাংসদ ও শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে গতকাল আটকের পরে আরও কয়েকদফা জেরার পর মধ্যরাতে গ্রেফতার করে ইডি। এদিন আদালতে পেশ করার পর তাঁকে চার দিনের জন্য ইডি হেফাজতের নির্দেশ। চারদিন বাদে ফের এই মামলার শুনানি। উদ্ধবকে চাপে ফেলতে সঞ্জয়কে গ্রেফতারের ষড়যন্ত্র বিজেপির, অভিযোগ শিবসেনা মুখপাত্রের ভাই সুনীল রাউতের। এই ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, সারা দেশজুড়ে শুদ্ধিকরণের কাজ চলছে। যারা যারা লুটও করত, চোটপাটও দেখাত। কেন দেখাত সেটা তো এখন বোঝাই যাচ্ছে। কোনও দল বিশেষে নয়। যারা যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত এমন তথ্য পেয়েছে, সেখানে জিজ্ঞাসাবাদ করছে। প্রয়োজনে আরও হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ