Breaking news 18/6/2022 2:30 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

এবার সুপ্রিম কোর্টে অগ্নিপথ-আন্দোলন। এই প্রকল্পের বিরোধিতায় দেশজুড়ে যে বিক্ষোভের আগুন, তার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠনের দাবিতে পিটিশন দায়ের হল শীর্ষ আদালতে। এই প্রকল্প পরীক্ষা-নীরিক্ষার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে পিটিশনে।

অগ্নিপথ নিয়ে দেশের একাধিক রাজ্যে বিক্ষোভে উত্তাল যুব সমাজ। নয়া এই প্রকল্প নিয়ে ঘরে-বাইরে চাপ বাড়ছে মোদী সরকারের উপর। শনিবার সকালেও নানা জায়গায় বিক্ষোভ দেখানো হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই আরও খারাপ হচ্ছে। এই প্রসঙ্গে রাহুল গান্ধী টুইটে এদিন লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃষি আইন যেমন প্রত্যাহার করে নিতে হয়েছিল, তেমনি এবার যুবকদের দাবি মেনে নিতে হবে। প্রতিরক্ষায় অগ্নিপথ নিয়োগ প্রকল্পটিও প্রত্যাহার করে নিতে হবে। আট বছর ধরে বিজেপি সরকার ‘জয় জওয়ান, জয় কিষাণ’-এর মূল্যবোধকে অপমান করে চলেছে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২২/১১/২০২২

দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। ১৭ জুন মৌসুমী বায়ু প্রবেশ করে দক্ষিণবঙ্গে।আজ শনিবার থেকেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ। হালকা বা মাঝারি বৃষ্টি হবে। তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের বেশকিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আরও ২৪ ঘন্টা। তার পরেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২০/১১/২০২২

অগ্নিপথ’ ক্ষোভ প্রশমনে চেষ্টায় মোদী সরকার। শনিবার ফের একবার দেশের সুরক্ষা বাহিনীতে নিয়োগের এই প্রকল্পে বদল আনল কেন্দ্র। শনিবার টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, CAPF ও অসম রাইফেলসে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ থাকবে। ওই আধা সামরিক বাহিনীগুলিতে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমাতেও ৩ বছরের ছাড় দেওয়া হবে অগ্নিবীরদের। শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, অগ্নিবীর নিয়োগে প্রথম ব্যাচের জন্য ৫ বছরের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ