Breaking news 20/7/2022 5 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 20/7/2022 5 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

বিজেপি উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করে। এবার সেই প্রসঙ্গে তৃণমূল ও বিজেপি আঁতাতের অভিযোগে তুলে বিস্ফোরক অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, বিজেপি-তৃণমূল দার্জিলিঙের বৈঠকে আলোচনা করেই জগদীপ ধনকড়কে উপ রাষ্ট্রপতিপদে প্রার্থী করেছে। উল্লেখ্য শনিবার উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করে বিজেপি । তারপর রবিবার শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে যোগ দেন বিরোধী দলের নেতারা। সেখানেই মার্গারেট আলভার নাম উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়। কংগ্রেসকে সমর্থন করে ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি, শিবসেনা, টিআরএস, আরএলডি। সমর্থন করে সিপিআইএম, সিপিআই এবং আরএসপি-ও। সূত্রের খবর সেখানে অনুপস্থিত থাকে তৃণমূল।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৮/১১/২০২২

দু’বছর পর ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশ। তার আগে চলছে চূড়ান্ত প্রস্তুতি। জেলা থেকে গতকাল থেকেই দলে দলে আসতে শুরু করেছেন নেতা, কর্মী, সমর্থকরা। এই বিশেষ অনুষ্ঠানের প্রাক্কালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে বার্তা দিলেন তৃণমূলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমাদের কাছে ২১ জুলাই ঐতিহাসিক দিন। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। খেয়াল রাখবেন, কোনও ভাবেই যেন সাধারণ মানুষ কোনও সমস্যার মধ্যে না পড়েন।” নেত্রীর কথায়, এই দিনটির সঙ্গে আমাদের আবেগ ও স্বজনরা জড়িত। জড়িত মা মাটি মানুষ। আমাদের শহিদ তর্পণ— মা মাটি মানুষকে উৎসর্গ করা।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২১/১১/২০২২

শ্রীলঙ্কায় ব্যাপক অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই আজ, বুধবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। পূর্ববর্তী রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে ইস্তফা দেওয়া পর থেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে জিতে গেলেন রনিল বিক্রমাসিংহে। শ্রীলঙ্কার বিপর্যয়ের কারণে জনতা দায়ী করেছিল তাঁকেও। কিন্তু সব বিরোধিতাকে মুছে দিয়ে প্রেসিডেন্টের কুরসিতে বসতে চলেছেন দ্বীপরাষ্ট্রের প্রাক্তন প্রধানমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ