নেতাজি জন্মবার্ষিকী : প্রখ্যাত কিছু উক্তি যা আজও উদ্বুদ্ধ করে

২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান ও আত্মত্যাগ অবিস্মরণীয় করে রেখেছে তাঁকে। কর্মী অনেকে হন, কিন্তু নেতৃত্ব দানের সহজাত প্রতিভা অর্জন করেন খুব কম মানুষ। সুভাষের সেই সহজাত অর্জন তাঁকে আলাদা করে দেশের অন্যান্য স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্বদের সঙ্গে। তাঁর নেতৃত্ব আজও চেতনে অবচেতনে মেনে নেয় দেশবাসী। তাই নিজের নামের চেয়েও নেতা পরিচয়ে ‘নেতাজি’ নাম তাঁকে প্রাতঃস্মরনীয় করেছে।

একজন নেতার অন্যতম প্রধান গুন সহজেই অন্যদের উদ্বুদ্ধ করার। নিজের অনুনকরণীয় ব্যক্তিত্ব ও বাগ্মিতা নিয়ে নেতাজি আজও নিজের বাণীতে চিরস্মরণীয়। তাঁর অবিস্মরণীয় কিছু উক্তি-

১. শুধুমাত্র চিন্তার জন্য কারও মৃত্যু হতে পারে কিন্তু সেই চিন্তা আজীবন অমৃত থাকে। একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়িয়ে পরে সেই চিন্তা।

২. টাকা পয়সা দিয়ে কখনো স্বাধীনতা জয় করা যায়না। স্বাধীনতার জন্য দরকার সাহস, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে।

৩. আমাদের দেশের সকলের সমস্যা হল দারিদ্র, রোগ, অশিক্ষা। যে দিন মানুষের সামাজিক চেতনা বোধ হবে সেই দিন এই সমস্ত সমস্যার সমাধান হবে।

৪. নিজের প্রতি সৎ হলে সারা বিশ্বের প্রতি কেউ অসৎ হতে পারবেনা।

৫. মানুষ যতদিন বেপরোয়া ততদিন সে প্রানবন্ত।

৬. স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়।

৭. আমাদের সেই তত্ত্বের উপরে আমাদের জীবন গড়ে তুলতে হবে যাতে সর্বাধিক সত্য রয়েছে।

৮. একজনের ধারণার জন্য একজন মারা যেতে পারে, কিন্তু এই ধারণাটি তার মৃত্যুর পরে হাজার জীবনে আত্মপ্রকাশ করবে।

৯. যে সৈনিকরা সর্বদা তাদের জাতির প্রতি বিশ্বস্ত থাকে, যারা সর্বদা তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, তারা অজেয়।

১০. মনে রাখতে হবে, সবচেয়ে বড় অপরাধ হল অন্যায় ও ভুলের সঙ্গে আপস করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ