BRAKING NEWS

‘৫ বছর চাকরিতে শ্রম দিয়েছেন’, বেতন ফেরতের বিরুদ্ধে গ্রুপ ডি কর্মীরা ডিভিশন বেঞ্চে

‘৫ বছর চাকরিতে শ্রম দিয়েছেন’, বেতন ফেরতের বিরুদ্ধে গ্রুপ ডি কর্মীরা ডিভিশন বেঞ্চে, GNE BANGLA

‘৫ বছর চাকরিতে শ্রম দেওয়ার পরেও বেতন ফেরত কেন দিতে হবে’ এই প্রশ্ন তুলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেতন ফেরত দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন চাকরি হারানো গ্ৰুপ ডি কর্মীরা।

এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিটের প্রাপ্ত নম্বরে কারচুপি করে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে আদালতে স্বীকার করে নেয় এসএসসি৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দেন, ১,৯১১ জন গ্রুপ ডি কর্মীর সুপারিশপত্র প্রত্যাহার করে চাকরি থেকে বরখাস্ত করার। ৫ বছর ধরে প্রাপ্ত বেতন ফেরতের নির্দেশও দেওয়া হয়। চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ১৩ ফেব্রুয়ারি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরি থেকে বরখাস্ত হওয়া গ্রুপ ডি কর্মীরা। এরপর বেতন ফেরতের নির্দেশকেও চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন তাঁরা।

SSC Scam : ১,৯১১ গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বিজ্ঞপ্তি এসএসসি-র

বুধবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়ে বরখাস্ত হওয়া গ্রুপ ডি কর্মীরা জানান, ৫ বছর ধরে চাকরিতে যথাযথ শ্রম দিয়ে তাঁরা বেতন পেয়েছেন। বেতন ফেরতের বিরুদ্ধে সওয়াল করা হয়। বৃহস্পতিবার এই মামলার বিস্তারিত শুনানি হবে৷