শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া সংযোজন। যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নোটিশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। মঙ্গলবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
শিক্ষা নিয়োগ দুর্নীতিতে এর আগে গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের মন্ত্রী থেকে বিধায়ক, নেতা থেকে আধিকারিক অনেকেই। জেরা করাও হয়েছে অনেককে। তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের গ্রেপ্তারির পর তাঁর ব্যবসায়িক লেনদেন ও সম্পত্তি সংক্রান্ত বিষয়েও তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে অভিনেতা বনি সেনগুপ্তকেও জেরা করা হয়েছিল। এবার ডেকে পাঠানো হল অভিনেত্রী তথা যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে। সূত্রের খবর, সম্পত্তি সংক্রান্ত কেনাবেচাতে তাঁর সংযোগ খতিয়ে দেখতেই এই তলব।