Partha Chatterjee : গ্রেপ্তার পার্থ ও অর্পিতা, ২৭ ঘন্টার ম্যারাথন জেরা ও ২০ কোটি উদ্ধারের সমাপতন

Partha Chatterjee : গ্রেপ্তার পার্থ ও অর্পিতা, ২৭ ঘন্টার ম্যারাথন জেরা ও ২০ কোটি উদ্ধারের সমাপতন

২৭ ঘণ্টা ধরে টানা জিজ্ঞাসাবাদের অবসান। অবশেষে গ্রেপ্তার হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সকাল থেকে তাঁর নাকতলার বাড়িতে অভিযান চালিয়ে টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার সকাল ১০টা নাগাদ গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অন্যদিকে আটক ও পরে গ্রেপ্তার হয়েছেন অর্পিতাও তাঁদের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।

শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ পার্থের নাকতলার বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। সেই সময়ে তাঁকে ঘুম থেকে তুলে শুরু হয় জিজ্ঞাসাবাদ। একই সময়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক জায়গায় হানা দেন ইডি আধিকারিকরা। রাত ৮ টার পরে ইডি টুইট করে প্রকাশ করে টাকার স্তুপের ছবি। তারপরেই প্রেস রিলিজ করে জানানো হয় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০০০ এবং ৫০০ টাকার নোটের বান্ডিলে প্রায় ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। তবে কাল থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে জেরা চলছিল। অবশেষে শনিবার সকাল ১০টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ