Fake Liquor : সাবধান! নকল বিদেশি মদ! দক্ষিণ দিনাজপুরে ফাঁস চক্র

Fake Liquor : সাবধান! নকল বিদেশি মদ! দক্ষিণ দিনাজপুরে ফাঁস চক্র

আবগারি দফতরের কাছে অভিযোগ আসছিল দীর্ঘদিন ধরেই। বিদেশি মদের লেবেল লাগানো বোতলে বাজারে আসছে বেআইনি নকল মদ। যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে নির্দিষ্ট খবর পেয়ে অভিযান চালায় আবগারি দফতর৷ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে ফাঁস হয়েছে নকল মদ তৈরির চক্র। এখনও পর্যন্ত গ্রেপ্তার ১ জন।

জানা গিয়েছে, নকল বিদেশি মদের কারবারিরা বিভিন্ন উপায়ে জোগাড় করছে বিদেশি মদের বোতল, লেবেল। তারপর নকল মদ তৈরি করে সেই লেবেল লাগানো বোতলে ভরে ছাড়া হচ্ছে বাজারে। শুক্রবারের অভিযানে আবগারি দফতর উদ্ধার করেছে ৩৭৫ মিলিলিটারের ২৬টি মদের বোতল, বোতল এবং লেবেল আসল, কিন্তু তাতে নকল মদ। এছাড়াও উদ্ধার হয়েছে ২০০ লিটার স্পিরিট, নকল হলোগ্রাম, লেবেল, স্টিকার, মদের বোতল প্রভৃতি।

দফতর সূত্রে খবর, হরিরামপুরের চোপায় ঘর ভাড়া নিয়ে নকল মদ তৈরি হচ্ছিল। তারপর বোতলে বিদেশি মদের ভুয়ো লেবেল মেরে তা পাচার হচ্ছিল জেলার বিভিন্ন ব্লকে। ১ জন গ্রেপ্তার হলেও কারবারের মূল মাথারা পলাতক বলে জানা গিয়েছে। তাদের খোঁজ চলছে। ধৃতকে শনিবার গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ