কৃষকের মেয়ে করবেন গাছ নিয়ে গবেষণা, বালুরঘাটের রেখার সাফল্যে উচ্ছ্বসিত গ্রাম

কৃষকের মেয়ে করবেন গাছ নিয়ে গবেষণা, বালুরঘাটের রেখার সাফল্যে উচ্ছ্বসিত গ্রাম

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের কৃষক পরিবারের মেয়ে রেখা মাহাতো এবার করবেন গাছ নিয়ে গবেষণা। আর্থিক প্রতিকূলতা জয় করে পরিশ্রম ও অধ্যাবসায়ে অর্জন করেছেন সাফল্য৷ নিজের ছোটবেলার স্বপ্ন সফল করে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনে বায়ো টেকনোলজি বিভাগে বিজ্ঞানী হিসাবে যোগ দিতে চলেছেন তিনি।

ছোটবেলা থেকেই বিজ্ঞানী হওয়ার স্বপ্ন। টান গাছপালার প্রতি। ২০১৩ সালে ৮৮.৬ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ করেন। উচ্চমাধ্যমিক ৯২ শতাংশ নম্বর নিয়ে পাশ করার পর কল্যানীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। এরপর দিল্লির ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইন্সটিটিউট থেকে স্নাতকোত্তর করেন তিনি। পরীক্ষা দিয়ে চাকরি পান ভারত সরকারের রাবার বোর্ডে।

কিন্তু রেখার চোখে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন। ভাবা অ্যাটমিক রিসার্চ ইন্সটিটিউটের বিজ্ঞানী হওয়ার পরীক্ষায় লিখিততে পাশ করলেও আটকে যান ইন্টারভিউয়ে৷ এরপর ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের বিজ্ঞানী হিসাবে নিযুক্ত হওয়ার পরীক্ষায় মাত্র ২৭ জনের মধ্যে স্থান করে নিয়েছেন নিম্নবিত্ত পরিবারের এই মেধাবী ছাত্রী। খুব শীঘ্রই দেরাদুনে বিজ্ঞানী হিসাবে কাজে যোগ দেবেন তিনি।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ