Scam : নিয়োগ দুর্নীতিতে মধ্যশিক্ষা পর্ষদের নামে নকল ওয়েবসাইট, তোলা হয়েছে টাকা, দাবি সিবিআই সূত্রের

Scam : নিয়োগ দুর্নীতিতে মধ্যশিক্ষা পর্ষদের নামে নকল ওয়েবসাইট, তোলা হয়েছে টাকা, দাবি সিবিআই সূত্রের

নিয়োগ দুর্নীতি নিয়ে এবার অভিনব তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে৷ সিবিআই সূত্রের দাবি, মধ্যশিক্ষা পর্ষদের নামে নকল ওয়েবসাইট তৈরি করে তোলা হয়েছিল টাকা। সেই ওয়েবসাইট নাকি পরে নষ্টও করে দেওয়া হয়। ভুয়ো ওয়েবসাইট নিয়ে তথ্য পেতে গুগলের দ্বারস্থ হতে পারে সিবিআই।

আরও পড়ুন:  Ayan Sil : অয়ন শীলের প্রায় ১০০ কোটির সম্পত্তির হদিস, দাবি ইডি সূত্রের

সিবিআই সূত্রে জানা গিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের নামে প্রায় একই রকম নকল ওয়েবসাইট তৈরি করেছিল দুর্নীতিতে জরিতরা৷ ওয়েবসাইটের এক্সটেনসন নেমে ছিল হেরফের। সেই সাইট দেখিয়ে প্রার্থীদের আস্থা অর্জন করে আদায় করা হত টাকা, এমনটাই অনুমান তদন্তকারীদের। সেই ওয়েবসাইট পরে বন্ধ করে দেওয়া হয়৷

আরও পড়ুন:  Supreme Court : শীর্ষ আদালতে ধাক্কা মমতা সহ বিরোধীদের, সিবিআই-ইডি অপব্যবহার মামলা খারিজ

এখন তদন্তের স্বার্থে সেই ওয়েবসাইটে ব্যবহৃত মেল আইডি, আইপি অ্যাড্রেস প্রভৃতি তথ্য পেতে গুগলের দ্বারস্থ হওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন সিবিআই এর তদন্তকারীরা। অনুমান, প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার পর এই ভুয়ো ওয়েবসাইটে তাদের নাম আপলোড করে চাকরি বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়ে থাকতে পারে৷

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ