BRAKING NEWS

মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ট্যাব কেনার জন্য ৯ ফেব্রুয়ারি টাকা পাবে পড়ুয়ারা

আগামী ৯ ফেব্রুয়ারি ট্যাব কেনার জন্য টাকা পাবেন পড়ুয়ারা। বৃহস্পতিবার বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২১ সালে প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যাবলেট বা মোবাইল কেনার জন্য দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১০ হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। এবারেও আগামী ৯ ফেব্রুয়ারি হাওড়ার একটি অনুষ্ঠান থেকে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব বা মোবাইল কিনতে ১০ হাজার টাকা করে দেওয়া হবে ১২ লক্ষ ছাত্র ছাত্রীকে। বৃহস্পতিবার এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

"মমতা ব্যানার্জিকে বলুন যমালয়ে যেতে, শপথ নিয়েছেন চুরি ছাড়া অন্য কাজ করিব না", আক্রমণ শুভেন্দুর