কেশপুরে আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে

কেশপুরে আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

কেশপুর ব্লকের তেঘরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ক্ষীরকুল মৌজা এলাকায় আবাস যোজনার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ফলে অসমাপ্ত ৭২টি আবাস যোজনার বাড়ি। ঘটনাকে কেন্দ্র করে অসন্তোষ এলাকাবাসীর মধ্যে।

তেঘরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ক্ষীরকুল মৌজা এলাকায় মাঠের ধারে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে একের পর এক অসমাপ্ত বাড়ি। বাড়িগুলির দেওয়াল আছে, ছাদ নেই। মানুষের বদলে এখন গৃহপালিত পশুর আবাস৷ অযত্নে ফাটল এসেছে দেওয়ালে। গ্রামবাসীদের অভিযোগ, ২০১৬-২০১৭ অর্থবর্ষে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে ৭২ টি বাড়ি বরাদ্দ করা হয়েছিল উপভোক্তাদের জন্য। টাকাও এসেছিল উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু এলাকার তৃণমূল নেতাদের হুমকির মুখে পড়ে তাদের হাতে অধিকাংশ গ্রামবাসীদেরই সেই টাকার অংশ তুলে দিতে হয়েছে বলে অভিযোগ। ফলে বিগত ৪ বছর ধরে অসমাপ্ত ঘরগুলি।

আরও পড়ুন:  নূন্যতম মজুরির দাবিতে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন ক্ষেতমজুর সমিতির

অন্যদিকে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ এনে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তারির দাবি জানিয়েছে বিজেপি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পঞ্চায়েতের তরফে বিষয়টি পুরাতন বলে এড়িয়ে যাওয়া হয়েছে। কিন্তু তৃণমূলের জেলা কো-অর্ডিনেটের তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ