Conjunctivitis : ঘরে ঘরে ‘জয় বাংলা’, কিভাবে রুখবেন কনজাংটিভাইটিস সংক্রমণ

Conjunctivitis : ঘরে ঘরে 'জয় বাংলা', কিভাবে রুখবেন কনজাংটিভাইটিস সংক্রমণ

বর্ষার আগমনের পর থেকেই ঘরে ঘরে চোখে কনজাংটিভাইটিস সংক্রমণ। যা আমাদের গ্রামবাংলায় ‘জয় বাংলা’ নামেই বেশি পরিচিত। স্কুল পড়ুয়া বাচ্চাদের মধ্যে এই সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে। এই চোখের রোগটি আসলে ব্যাকটেরিয়া ও ভাইরাস জনিত সংক্রমণ। যার ফলে উদ্দীপ্ত হয় মানুষের চোখের মণির উপর পাতলা আবরণ কনজাংটিভা৷

উপসর্গ – চোখ লাল, চোখ থেকে অতিরিক্ত জল ও পিচুটি কাটা, চোখে প্রদাহ, মাথার যন্ত্রণা, আলোর দিকে তাকাতে অস্বস্তি, চোখের পাতা ফুলে ওঠা।

সাবধানতা –
১. বারবার সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া
২. যখন তখন চোখে নাকে হাত দেওয়ার বদঅভ্যাস নিয়ন্ত্রণ
৩. হাত পরিষ্কার না থাকলে চোখে হাত না দেওয়া
৪. সংক্রমিত ব্যক্তির জিনিস ব্যবহার না করা
৫. চোখে প্রদাহ অনুভব করলে পরিষ্কার জলের ঝাপটা দেওয়া
৬. সমস্যা অনুভূত হলে চিকিৎসকের পরামর্শ নিন।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ