Panchayat Election : বিডিও এসডিও-কে সাসপেন্ডের সুপারিশ, ভোটে প্রার্থীর তথ্য বিকৃতি

Panchayat Election : বিডিও এসডিও-কে সাসপেন্ডের সুপারিশ, ভোটে প্রার্থীর তথ্য বিকৃতি

পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত নথি বিকৃত করার অভিযোগ উঠেছিল সরকারি আধিকারিকদের বিরুদ্ধে। সেই মামলায় বিডিও, এসডিও এবং জাতি শংসাপত্র বিভাগের অতিরিক্ত ইনস্পেক্টরকে সাসপেন্ড করার সুপারিশ করেছে কলকাতা হাইকোর্ট কর্তৃক নিযুক্ত তথ্যানুসন্ধান কমিটি।

বিডিও-র বিরুদ্ধে পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন উলুবেড়িয়ার দুই প্রার্থী কাশ্মীরা বিবি, ওমজা বিবি। তাঁদের বক্তব্য, নথি বিকৃত করায় স্ক্রুটিনি থেকে প্রার্থী হিসেবে তাঁদের নাম বাদ গিয়েছে। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্ত বাতিল করে অভিযোগ খতিয়ে দেখতে তথ্য অনুসন্ধান কমিটি গড়ে দেন।

আরও পড়ুন:  Primary Posting Scam : বদলি অনিয়ম মামলায় ৩০ জন প্রাথমিক শিক্ষককে তলব সিবিআই-এর

সেই তথ্যানুসন্ধান কমিটি বৃহস্পতিবার হাইকোর্টে রিপোর্ট জমা দিয়ে উলুবেড়িয়ার এসডিও শমীককুমার ঘোষ, বিডিও নিলাদ্রীশেখর দে, জাতি শংসাপত্র বিভাগের অতিরিক্ত ইনস্পেক্টর কৃপাসিন্ধু সামুইকে সাসপেন্ডের সুপারিশ করেছে। ঐ আধিকারিকদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন:  Primary Posting Scam : পোস্টিং মামলায় সিবিআই তদন্ত নয়! স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ