Scam : গ্রেপ্তার তৃণমূলের শিক্ষক নেতা, চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ

Scam : গ্রেপ্তার তৃণমূলের শিক্ষক নেতা, চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ

চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে পশ্চিম মেদিনীপুরে গ্রেপ্তার হলেন তৃণমূলের শিক্ষক নেতা গুড়গুড়িপাল থানার এনায়েতপুরের বাসিন্দা বিমল কুমার দোলই। ধৃত বিমলবাবু গুড়গুড়িপাল থানা এলাকার চাঁদড়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা দিব্যেন্দু শেঠ নামে এক ব্যক্তি গত বছর সেপ্টেম্বরে কলকাতার শেক্সপিয়ার সরণি থানায় বিমলবাবুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন। তাঁর অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিমলবাবু তাঁর কাছ থেকে একাধিক দফায় মোট প্রায় সাড়ে তিন লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু চাকরি তিনি পাননি। টাকা ফেরত চাইলে তাও মেলেনি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ বিমল দোলইকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  Kharagpur : মালঞ্চ এলাকার বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল ও বায়ুসেনার ৭টি ইঞ্জিন

ধৃত শিক্ষক বিমলবাবু স্থানীয় তৃণমূল নেতা ও সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের সময় তিনি শাসক দলের হয়ে প্রচার করেছিলেন বলেও স্থানীয় সূত্রে খবর৷ রাজ্যে রাজনৈতিক পালাবদলের আগে তিনি সিপিআইএম ঘনিষ্ঠ ছিলেন ও পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন:  Birendra Setu : সোমবার সকালেই খুলে যাচ্ছে বীরেন্দ্র সেতু, নির্ধারিত সময়ের আগেই লোড টেস্টিং শেষের ইঙ্গিত

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ