Jyotipriyo Mallik : জ্যোতিপ্রিয় মল্লিকের সাত দিনের ইডি হেফাজত দিল আদালত

Jyotipriyo Mallik : জ্যোতিপ্রিয় মল্লিকের সাত দিনের ইডি হেফাজত দিল আদালত

পুনরায় ইডি হেফাজতে গেলেন রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা বর্তমান বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন বন্টন দুর্নীতি মামলায় সোমবার মন্ত্রীকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। শুনানির পর তাঁর সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

গত ২৬ অক্টোবর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের দু’টি বাড়িতে হানা দেয় ইডি। প্রায় ২০ ঘন্টা ধরে চলে তল্লাশি ও জেরা৷ তারপর রেশন বন্টন দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে ইডি। আদালতে পেশ করা হলে তাঁর ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর হেফাজতের মেয়াদ শেষে সোমবার তাঁকে পুনরায় আদালতে পেশ করা হলে ব্যাঙ্কশাল কোর্ট ৭ দিনের ইডি হেফাজতের আদেশ দিয়েছে। আদালতে ইডির জানায়, জ্যোতিপ্রিয় তিন দিন হাসপাতালে থাকায় জিজ্ঞাসাবাদের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। সেই কারণেই তাঁকে সাত দিনের জন্য হেফাজতে চেয়ে আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি। ১৩ নভেম্বর পর্যন্ত তাঁকে ইডি হেফাজতে থাকতে হবে। আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় বনমন্ত্রী হাত নেড়ে বলেন, ‘‘সাত দিন পর আবার আসছি। সাত দিন, সাত দিন।’’

আরও পড়ুন:  Mamata Banerjee : মমতার বিজয়া সম্মিলনীতে অনাহূত শুভেন্দু, আমন্ত্রণ পাচ্ছেন সুকান্ত ও দিলীপ

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ