- Advertisement -
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি কলকাতা হাইকোর্ট থেকে স্থানান্তরিত করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। তাঁরা সব মামলা একত্রে সুপ্রিম কোর্টে শুনানির আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে।
নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সেই সমস্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে শুনানি করার আর্জি জানানো হয়। কিন্তু শুক্রবার শীর্ষ আদালতে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ সেই আবেদন খারিজ করে জানিয়েছে, হাইকোর্টকে এড়িয়ে সুপ্রিম কোর্টে কোনও মামলার শুনানি হবে না। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি কলকাতা হাইকোর্টেই চলবে।