Primary : বিএড থাকলেও প্রাথমিকে নিয়োগ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

images 2023 06 20t131556.794

প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক হিসেবে নিযুক্ত হতে গেলে বাধ্যতামূলক ভাবে থাকতে হবে ডিএড বা ডিএলএড প্রশিক্ষণ, গ্রাহ্য হবে না বিএড প্রশিক্ষিতদের আবেদন। একটি মামলার প্রেক্ষিতে শুক্রবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

প্রাথমিক স্কুলে শিক্ষকতা করার জন্য ডিএলএড এবং ডিএড প্রশিক্ষণ লাগে। অন্যদিকে বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে শিক্ষকতা করতে পারেন। এনসিটিই-এর নির্দেশিকা অনুযায়ী ডিএলএড ও ডিএড দের পাশাপাশি বিএড প্রশিক্ষণ প্রাপ্তরাও প্রাথমিকের নিয়োগে সুযোগ পেতেন। তারই বিরুদ্ধে মামলা করেন ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা।

আরও পড়ুন:  Primary Posting Scam : পোস্টিং মামলায় সিবিআই তদন্ত নয়! স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

এই মামলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ডিএলএড এবং ডিএড ডিগ্রিধারীরা প্রাথমিক স্তরে পড়ানোর জন্য বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। সে কারণে তাঁদের প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগ করা উচিত। বিএড ডিগ্রি থাকলে নিয়োগ করা হোক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে। বিএড থাকা প্রার্থীদের প্রাথমিকে নিয়োগের সুযোগ দেওয়া হলে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:  Primary Posting Scam : পোস্টিং মামলায় সিবিআই তদন্ত নয়! স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ