Primary Posting Scam : পোস্টিং মামলায় সিবিআই তদন্ত নয়! স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Primary Posting Scam : পোস্টিং মামলায় সিবিআই তদন্ত নয়! স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

প্রাথমিকে শিক্ষক নিয়োগের পোস্টিং সংক্রান্ত দুর্নীতির অভিযোগের মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের আদেশের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে আপাতত স্থগিত এই মামলায় সিবিআই তদন্ত৷

রাজ্য সরকারের ২০২০ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগে শিক্ষকদের পোস্টিং নিয়ে কারচুপির অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন শিক্ষক। গত ২৫ জুলাই সিবিআই এবং ইডিকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই-কে অনুমতি দিয়েছিলেন বিচারপতি। সেই জিজ্ঞাসাবাদের ভিডিও ফুটেজ আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনে ৩৪৪ জন শিক্ষককেও জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয় সিবিআই।

আরও পড়ুন:  Primary Posting Scam : বদলি অনিয়ম মামলায় ৩০ জন প্রাথমিক শিক্ষককে তলব সিবিআই-এর

সেই মামলায় জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জেরা করেন তদন্তকারীরা৷ ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান মানিক। মানিককে জিজ্ঞাসাবাদ ও তার ভিডিয়ো ফুটেজ আদালতে পেশের উপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। এরপরে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে। এরপর রাজ্য সরকার সিবিআই তদন্তের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়।

আরও পড়ুন:  Primary Posting Scam : বদলি অনিয়ম মামলায় ৩০ জন প্রাথমিক শিক্ষককে তলব সিবিআই-এর

সোমবার এই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি পিএস নরসিমহার ডিভিশন বেঞ্চ আপাতত স্থগিতাদেশ দিয়েছেন। মামলাটিতে মূল মামলাকারীদের আইনজীবী উপস্থিত না থাকায়, তাঁদের নোটিশ দিতেও বলা হয়েছে। অন্যদিকে হুগলির ৩০ জন প্রাথমিক শিক্ষককে পোস্টিং দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই নিজাম প্যালেসে তলব করেছিল।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ