Primary Posting Scam : বদলি অনিয়ম মামলায় ৩০ জন প্রাথমিক শিক্ষককে তলব সিবিআই-এর

Primary Posting Scam : বদলি অনিয়ম মামলায় ৩০ জন প্রাথমিক শিক্ষককে তলব সিবিআই-এর

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। সেই অভিযোগ সংক্রান্ত মামলায় ৩০ জন প্রাথমিক শিক্ষককে নিজাম প্যালেসে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

রাজ্য সরকারের ২০২০ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগে শিক্ষকদের পোস্টিং নিয়ে কারচুপির অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন শিক্ষক। গত ২৫ জুলাই সিবিআই এবং ইডিকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই-কে অনুমতি দিয়েছিলেন বিচারপতি। সেই সঙ্গে প্রয়োজনে ৩৪৪ জন শিক্ষককেও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই।

আরও পড়ুন:  Sujit Bose CBI : এবার দমকলমন্ত্রী সুজিত বসুকে সিবিআই তলব, ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ তত্ত্ব মন্ত্রীর মুখে

এর আগে জেলে গিয়ে এই মামলায় মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। এবার ধাপে ধাপে শিক্ষকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হল। প্রাথমিক ভাবে হুগলি জেলার ৩০ জন প্রাথমিক শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  Primary Posting Scam : পোস্টিং মামলায় সিবিআই তদন্ত নয়! স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ