- Advertisement -
এবার শুরু হতে চলেছে ২০২৪ সালের লোকসভা ভোটের প্রস্তুতি। নির্বাচন কমিশন সূত্রের খবর, পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসতে পারেন জাতীয় নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল।
জাতীয় নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু দিল আগামী বছরের লোকসভা নির্বাচনের জন্য৷ শনিবার রাজ্যের জেলাশাসক এবং জেলাস্তরের অন্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক করেন কমিশনের কর্তারা। সূত্রের খবর, আগামী ১৯ আগস্ট রাজ্যে আসতে পারেন জাতীয় নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল। সেই দলে তিন জন ডেপুটি নির্বাচন কমিশনার পদমর্যাদার আধিকারিক থাকার সম্ভাবনা। কমিশন স্বীকৃত সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে রাজ্যে শীঘ্রই শুরু হবে প্রাথমিক পর্যায়ে ইলেকট্রনিক ভোট যন্ত্র খতিয়ে দেখার কাজও।