মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের নাম মুছে ফেলতে শুভেন্দুর নতুন কৌশল

মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের নাম মুছে ফেলতে শুভেন্দুর নতুন কৌশল

এক বেসরকারি লজে বৈঠকের পর, মেদিনীপুর লোকসভায় বড় সিদ্ধান্ত নিলো বিজেপি। লোকসভার দুই ইনচার্জ সুনীত দাস ও লক্ষ্মীকান্ত সাহুকে সরিয়ে দেয়। সিদ্ধার্থ মজুমদারকে ইনচার্জ এবং শঙ্কর বন্দোপাধ্যায়-কে জয়েন্ট ইনচার্জ নিযুক্ত করে।

বিজেপি সূত্রে খবর অপসারিত দুই ইনচার্জ ছিলেন দিলীপ ঘোষের ঘনিষ্ট। মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে পুনরায় প্রার্থী করেনি মেদিনীপুর থেকে। যদিও দিলীপ ঘোষ নিজে, মেদিনীপুর থেকেই প্রার্থী হতে চেয়েছিলেন বলেই খবর দিলীপ ঘোষের ঘনিষ্ট মহল সূত্রে। তার আসনে প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে নিয়ে গিয়ে বর্ধমান দূর্গাপুরে প্রার্থী করে। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরানো নিয়ে বিস্তর জলঘোলা হয়।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 6/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের নাম মুছে ফেলতে শুভেন্দুর নতুন কৌশল

জানা গেছে ৭ এপ্রিল খড়গপুরের এক বেসরকারি লজে বিজেপি কার্যকর্তাদের নিয়ে বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠকের পরেই সরিয়ে দেওয়া হয় দিলীপ ঘোষ ঘনিষ্ট ইনচার্জদের। দিলীপ ঘোষের ঘনিষ্ট নেতা কর্মীরা মনে করছেন এই নির্বাচন থেকে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে।এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি মেদিনীপুর বিজেপিতে শেষ হতে চলেছে দিলীপ রাজ?

আরও পড়ুন:  দিলীপ হীন মেদিনীপুরে দেওয়ালে নেই বিজেপি প্রার্থীর নাম

NEET এ মেদিনীপুরের মেয়ের অভাবনীয় সাফল্য

দূয়ারে মদ

দিদির সুরক্ষা কবচ

Rashmi Metaliks

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ