Sabang Flood : ত্রাণ শিবিরে খাওয়ানোর দায়িত্ব নিল সবং পুলিশ, একাধিক পদক্ষেপ প্রশাসনের

Sabang Flood : ত্রাণ শিবিরে খাওয়ানোর দায়িত্ব নিল সবং পুলিশ, একাধিক পদক্ষেপ প্রশাসনের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুরের সবং-এ বন্যা পরিস্থিতিতে একাধিক পদক্ষেপ প্রশাসনের। ত্রাণ শিবিরে আশ্রয় ১০০টির বেশি পরিবারের। ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া পরিবারগুলিকে খাওয়ানোর দায়িত্ব নিল সবং থানার পুলিশ। এলাকা পরিদর্শন জেলাশাসক খুরশিদ আলি কাদরি ও পুলিশ সুপার ধৃতিমান সরকারের।

সোমবার সবং এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলী কাদরী এবং জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। সবং ব্লকের ১৩ নম্বর বিষ্ণুপুর অঞ্চল সহ কুলভেরি, মঙ্গরাজপুর, সালমারা একাধিক গ্রাম নৌকায় পরিদর্শন করেন খড়গপুরের মহকুমা শাসক দিলীপ মিশ্র, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তুহিন শুভ্র মহান্তি সহ সবং থানার পুলিশ অধিকারিকরা।

আরও পড়ুন:  Medinipur : পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির শহরে

প্রশাসনের তরফে জানা গিয়েছে, ইতিমধ্যে সবং ব্লকের প্রায় ৪৯টি ত্রাণশিবিরে প্রায় ১০০টি পরিবারের মানুষ আশ্রয় নিয়েছেন। মোহাড়, বিষ্ণুপুর, সবং, বুরাল, দেভোগ সহ একাধিক প্লাবিত অঞ্চলের বাসিন্দারা রয়েছেন শিবিরে। তাঁদের খাওয়ানোর দায়িত্বভার নিয়েছেন সবং থানার কর্মীরা। সকলের জন্য পরিশুদ্ধ পানীয় জলের পাশাপাশি ভাত ও খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। রান্নাবান্না থেকে পরিবেশন সবকিছুই করেন সবং থানার পুলিশ কর্মী ও সিভিক কর্মীরা৷ পুলিশের মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন সকলে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ