Abhishek Banerjee : অভিষেকের বিরুদ্ধে থানায় বিজেপি, ‘ঘেরাও’ কর্মসূচি নিয়ে দায়ের অভিযোগ

Abhishek Banerjee : অভিষেকের বিরুদ্ধে থানায় বিজেপি, 'ঘেরাও’ কর্মসূচি নিয়ে দায়ের অভিযোগ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন। তারপরেই অভিষেকের ঘোষণার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হল বিজেপি। শনিবার রবীন্দ্র সরোবর থানায় ইমেলের মাধ্যমে এফআইআর দায়ের করেছেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি। নিজের অভিযোগে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে “গণতন্ত্রের ও আইনব্যবস্থার পরিপন্থী এবং প্ররোচনামূলক” বলে উল্লেখ করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ২১ শে জুলাইয়ের সমাবেশের সভামঞ্চ থেকে ১০০ দিনের টাকা আদায় করতে আগামী ৫ আগস্ট রাজ্যের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে একশো দিনের টাকা আদায় করতে ২ অক্টোবর অর্থাৎ গান্ধীজির জন্মদিবসে দিল্লিতে কৃষিভবন অভিযানের ডাক দিয়েছেন তিনি।

নিজের বক্তব্যে অভিষেক বলেন, “আগামী ৫ আগস্ট রাজ্যের সব বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘেরাও কর্মসূচি চলবে। বয়স্কদের রাস্তা ছেড়ে দিতে হবে। তবে বিজেপি নেতারা বাড়িতে ঢুকতে বা বের হতে পারবেন না।”

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ