Election Missing : ভাঙড়ে নিখোঁজ ভোটকর্মী, পুলিশ ও নির্বাচন কমিশনে অভিযোগ পরিবারের

Election Missing : ভাঙড়ে নিখোঁজ ভোটকর্মী, পুলিশ ও নির্বাচন কমিশনে অভিযোগ পরিবারের

পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স জমা দেওয়ার পথ থেকে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে নিখোঁজ ভোটকর্মী। রাত ২টোয় বাড়িতে শেষবার ফোন করেছিলেন তিনি। তারপর থেকে আর কোনও হদিস মেলেনি৷ পুলিশনির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন পরিবার।

জানা গিয়েছে, ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকায় দক্ষিণ বাগমারির বাসিন্দা সঞ্জয় সর্দার প্রাথমিক স্কুলের শিক্ষক। পোলেঘাট ২ গ্রাম পঞ্চায়েতের ১০৭ নম্বর বুথে শনিবার তাঁর ভোটের ডিউটি পড়েছিল। শনিবার রাত ২টো নাগাদ বাড়ির লোকেদের সঙ্গে শেষবার ফোবে কথা হয় তাঁর। তারপর থেকে সঞ্চয়বাবুর হদিস মিলছে না।

আরও পড়ুন:  Panchayet Election : ৮২ জন আইএসএফ প্রার্থী পঞ্চায়েত ভোটের বাইরে

পরিবার সূত্রে দাবি, নিজের ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় অন্যের মোবাইল মারফত রাত ২ টো নাগাদ তিনি বাড়িতে জানান, ভোটের কাজ সমাধা হয়েছে এবং কাঁঠালিয়া হাই স্কুলে ব্যালট বাক্স জমা দিয়েছেন। জানা গিয়েছে, এর পর তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু তারপর থেকে কোনও খোঁজ নেই। পরিজনেরা প্রথমে জীবনতলা থানায় ও পরে কাশীপুর থানায় নিখোঁজ ডাইরি করেছেন। খবর গিয়েছে নির্বাচন কমিশনের কাছেও।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ