Panchayat Election Repoll : কিছু বুথে পুনর্নির্বাচন সোমবার, থাকবে কেন্দ্রীয় বাহিনী

Panchayat Election Repoll : কিছু বুথে পুনর্নির্বাচন সোমবার, থাকবে কেন্দ্রীয় বাহিনী

সোমবার কিছু বুথে হতে চলেছে পুনর্নির্বাচন। সেই সঙ্গে উপস্থিত থাকবে কেন্দ্রীয় বাহিনীও। মঙ্গলবার হবে গণনা। রাজ্য নির্বাচন কমিশনের তরফে এই ঘোষণা করা হয়েছে। যদিও কতগুলি বুথে পুনর্নির্বাচন হবে তা এখনও জানানো হয়নি কমিশনের তরফে। রাজ্যে মোট ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। জঙ্গলমহলের বাঁকুড়ায় ৮৩.০৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৮২.৫৯ শতাংশ, ঝাড়গ্রামে ৮২.৪৭ শতাংশ ও পুরুলিয়ায় ৮১.৪৪ শতাংশ ভোট পড়েছে। রাজ্যে সবচেয়ে বেশি ভোট দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরে, ৮৪.৭৯ শতাংশ।

শনিবার পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত থেকেছে রাজ্য। একাধিক জায়গায় বোমাবাজি, গুলিচালনা, লাঠালাঠি, অরাজকতা, ভোট লুট, ব্যালট বাক্স নষ্ট করা, বুথ দখল প্রভৃতির অভিযোগ উঠেছে। আক্রান্ত হয়েছেন ভোটকর্মীরাও। আহত হয়ে প্রিসাইডিং অফিসার ভর্তি হয়েছেন হাসপাতালে। ১৫ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। রাজ্যের বিরোধী দল বিজেপির তরফে লিখিত ভাবে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ১০ হাজার বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে। এই পরিস্থিতিতে যে বুথগুলিতে পুনরায় ভোটগ্রহণের প্রয়োজন সেই সব বুথে সোমবার পুনর্নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন:  Panchayet Election : আসন্ন পঞ্চায়েত ভোট, শালবনীতে প্রচারে তৃণমূল

সোমবার পুনর্নির্বাচন হতে চলেছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে৷ যদিও স্ক্রুটিনির সব জেলাভিত্তিক তথ্য এখনও না আসায় কোন জেলায় কোন কোন বুথে পুনরায় নির্বাচন হবে তা এখনও জানায়নি কমিশন। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগণার ৩৬টি বুথে পুনর্নির্বাচনের তথ্য দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের ধারনা পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ১ ব্লকের একটি বুথে, নারায়ণগড় ব্লকের তিনটি বুথে, মোহনপুর ব্লকের তিনটি বুথে, মেদিনীপুর সদর একটি বুথে, সবং ব্লকের দুটি বুথে পুনরায় ভোটগ্রহণ হতে পারে।

আরও পড়ুন:  Panchayet Election : মিড-ডে মিলের টাকায় ভোটকর্মীদের টাকা মেটানোর অভিযোগ, অস্বীকার কমিশনের

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ