“পুলিশ কে মাইনে না দিয়ে কুকুর পোষা ভালো”- সিপিএম নেতা মহম্মদ সেলিম

"পুলিশ কে মাইনে না দিয়ে কুকুর পোষা ভালো"- সিপিএম নেতা মহম্মদ সেলিম

পুলিশ প্রশাসনের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তীব্র কটাক্ষ হানলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। দক্ষিণ ২৪ পরগনায় বিষ্ণুপুরে একটি সমাবেশে শনিবার বক্তব্য রাখেন মহম্মদ সেলিম। তাঁর কটাক্ষ, পুলিশকে মাইনে দিয়ে না রেখে কুকুর পুষলে ভালো হতো।

সাম্প্রতিক সময়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে একাধিক বার পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন বিরোধীরা। সম্প্রতি বিষ্ণুপুর থানা এলাকায় কোম্পানি পুকুরের সামনে সিপিএম কর্মী বিদ্যুৎ মন্ডলের মৃতদেহ উদ্ধার হয়। সিপিএমের অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা খুন করেছেন তাঁকে। দোষীদের শাস্তির দাবিতে এইদিন সমাবেশ করে সিপিআইএম। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী, জেলা সম্পাদক শমীক লাহিড়ী প্রমুখরা।

আরও পড়ুন:  Jhargram: “তৃণমূলের ডিএনএ-তে গন্ডগোল, ডিএনএ অসম্মানের”, আক্রমণ সুকান্ত মজুমদারের

মঞ্চ থেকে পুলিশ প্রশাসনকে তীব্র আক্রমণ করেন সিপিএম রাজ্য সম্পাদক। তাঁর কটাক্ষ, “পুলিশকে কেন মাইনে দিয়ে রাখা হয়েছে? তারা তো শুধুমাত্র দালালী করার জন্য রয়েছে। এর থেকে কয়টা কুকুর পোষা ভালো হতো।” তিনি আরও বলেন, “পুলিশের কুকুর থাকে ট্রেনিং দেওয়া। তারা গন্ধ শুঁকে সঠিক জায়গায় চলে যেতে পারে। তাতেই বোঝা যাবে অপরাধ কোথায় কোথায় হচ্ছে।” রাজ্যে খুনের রাজনীতি চলছে বলেও শাসক দলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ