Panchayat Election 2023 : ৮ জুলাই একদফায় পঞ্চায়েত নির্বাচন, শুক্রবার থেকেই মনোনয়ন জমা

Panchayat Election 2023 : ৮ জুলাই একদফায় পঞ্চায়েত নির্বাচন, শুক্রবার থেকেই মনোনয়ন জমা

রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করলেন। আগামী ৮ জুলাই একদফায় পঞ্চায়েত নির্বাচন হবে রাজ্যে। শুক্রবার, ৯ জুন থেকে মনোনয়ন জমা দেওয়া যাবে।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাজীব সিনহা জানান, ৮ জুলাই দার্জিলিং ও কালিম্পঙে দ্বিস্তর এবং বাকি রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ হবে৷ ঐদিন রাজ্যের মোট ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি আসনে ভোটদান। শুক্রবার, ৯ জুন থেকে মনোনয়ন জমা দেওয়া যাবে। রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু হচ্ছে বৃহস্পতিবার থেকে। মিটিং বা মিছিল রাত ১০টা থেকে সকাল ৮ পর্যন্ত করা যাবে না। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন ও স্ক্রুটিনির শেষ দিন ১৭ জুন। জানা গিয়েছে, আগামী ১১ জুলাই ভোট গণনা হতে পারে।

আরও পড়ুন:  Panchayat Election : জুলাই মাসেই হতে পারে পঞ্চায়েত ভোট, চলছে বৈঠক, খবর সূত্রের

আরও পড়ুন:  Election Commission : রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা, অনুমোদন রাজ্যপালের

অন্যদিকে ভোট ঘোষণার পরেই টুইটে কটাক্ষ হেনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হত্যা।” তাঁর অভিযোগ, এই প্রথম বার ব্লক, জেলা বা রাজ্য স্তরের কোনরকম সর্বদলীয় বৈঠক ছাড়াই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ