Panchayet Election : মনোনয়ন কেন্দ্রের ১ কিমিতে ১৪৪ ধারা জারি নির্বাচন কমিশনের

images 2023 06 12t114659.561

রাজ্যে ঘোষিত হয়েছে পঞ্চায়েত নির্বাচন। শুরু হয়েছে মনোনয়ন পর্ব৷ মনোনয়ন পর্ব শুরু হতেই রাজ্য জুড়ে আরম্ভ হয়েছে রাজনৈতিক অশান্তি। তা নিয়ন্ত্রণে এবার কড়া হল নির্বাচন কমিশন। মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রের ১ কিলোমিটার ব্যাসার্ধে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেই মর্মে সব জেলার জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের নির্দেশ পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন:  Panchayat Election 2023 : ৮ জুলাই একদফায় পঞ্চায়েত নির্বাচন, শুক্রবার থেকেই মনোনয়ন জমা

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বেলা ১১টা থেকে ৩টে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রের ১ কিলোমিটার ব্যাসার্ধে কোনরকম জমায়েত নিষিদ্ধ। এছাড়াও মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে প্রার্থীর সঙ্গে এক জন সহযোগীকে মনোনয়ন কেন্দ্রের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। রাজ্যে পঞ্চায়েত ভোট ও আইনশৃঙ্খলা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে রয়েছে মামলার শুনানি। ভাঙড়ে এক সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। জানা গিয়েছে, রাজ্য সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ পঞ্চায়েত ভোটে কর্তব্যরত সরকারি কর্মচারীদের নিরাপত্তার জন্য হাইকোর্টে আবেদন জানাতে চলেছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ১৪৪ ধারা জারির এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক ও রাজনৈতিক মহল।

আরও পড়ুন:  Panchayet Election : গণতান্ত্রিক পরিহাস! মনোনয়ন জমা দেওয়া নিয়ে রাজ্যে জুড়ে রাজনৈতিক উত্তেজনা

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ