CBI Raid BJP : বিজেপির বিধায়কের অফিসে সিবিআই হানা, একাধিক জায়গায় চলছে তল্লাশি

CBI Raid BJP : বিজেপির বিধায়কের অফিসে সিবিআই হানা, একাধিক জায়গায় চলছে তল্লাশি

রবিবারের পর সোমবারেও একাধিক জায়গায় হানা দিলেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের অফিসে হানা দিয়েছে সিবিআই। এছাড়াও তল্লাশি চলছে ডায়মন্ডহারবারের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীরা হালদার ও উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে।

পুর নিয়োগের দুর্নীতির অভিযোগের তদন্তভার সিবিআই-এর উপর পড়েছে। গতকাল কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্র সহ একাধিক জন প্রতিনিধির বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা৷ সোমবারও সেই ধারা অব্যাহত। এইদিন রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের অফিসে হানা দিয়েছে সিবিআই। বর্তমানে বিজেপি বিধায়ক পার্থসারথি রানাঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান। ২০২১ সালের জানুয়ারি মাসে তাঁকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল। তারপর তিনি বিজেপিতে যোগ দেন ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হন।

আরও পড়ুন:  CBI Raid : “নজর ঘোরাতে রাজনৈতিক পরিকল্পনা!” বিজেপিকে কটাক্ষ তৃণমূলের

এছাড়াও সিবিআই-এর তল্লাশি চলছে ডায়মন্ডহারবারের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীরা হালদারের বাড়িতে। তিনি ডায়মন্ডহারবার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান। উলুবেড়িয়ার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন:  Firhad Madan : ফিরহাদ ও মদনের বাড়িতে সিবিআই হানা, চলছে তল্লাশি

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ