Kharagpur : মর্মান্তিক পথ দুর্ঘটনায় পুলিশের গাড়ি, মৃত্যু সিভিক ও এনভিএফ কর্মীর, আহত ৪ পুলিশকর্মী

Kharagpur : মর্মান্তিক পথ দুর্ঘটনায় পুলিশের গাড়ি, মৃত্যু সিভিক ও এনভিএফ কর্মীর, আহত ৪ পুলিশকর্মী

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

বৃহস্পতিবার ভোরে টহল সেরে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার মুখে পড়লো নারায়ণগড় থানার গাড়ি। ঘটনায় ১ জন সিভিক কর্মী ও একজন এনভিএফ কর্মীর মৃত্যু হয়েছে। আহত ৪ জন পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে খড়গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের উকুনমারী এলাকার।

আরও পড়ুন:  Medinipur : উদীয়মানের ‘অরণ্যের পাঠশালা’য় শিক্ষক দিবস পালন করলো ‘আমরাই প্রাথমিক শিক্ষক‌’

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে পুলিশের গাড়িটি পেট্রোলিং সেরে নারায়ণগড় থানায় ফিরছিল। গাড়িতে মোট ৬ জন ছিলেন। সেই সময় সেটি মকরামপুর প্লাস্টিক কারখানার সামনে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পেছনে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় থানার কর্মীদের মকরামপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে এনভিএফ পদে কর্মরত দীপক পাত্র ও সিভিক কর্মী বিমান করণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত ৩ জন পুলিশ কর্মীকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ