Municipality Scam : পৌর নিয়োগে সুপ্রিম কোর্টে করা মামলা প্রত্যাহার রাজ্যের

images 2023 06 20t131556.794

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টেr বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ, একক বেঞ্চের দেওয়া সিবিআই তদন্তের আদেশ বহাল রেখেছিল। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সোমবার শীর্ষ আদালত থেকে মামলাটি প্রত্যাহার করা হয়েছে।

পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর সুপ্রিম কোর্টের আদেশে সেই মামলা সরে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। রাজ্য সরকারের তরফে সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। কিন্তু তিনি রাজ্য সরকারের আর্জি খারিজ করে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল রাজ্য সরকার। প্রথমে রোস্টারে না থাকায় রাজ্যের মামলা গ্রহণই করেনি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। এরপর মামলা বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে যায়। মামলার পূর্বের রায়ে রায়ে হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ। এবার বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজ্যের আর্জি খারিজ করে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে। সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ