Panchayet Election : ভোটের দফা বৃদ্ধির আবেদন, হাইকোর্টে অধীর চৌধুরী ও নওশাদ সিদ্দিকী

Panchayet Election : ভোটের দফা বৃদ্ধির আবেদন, হাইকোর্টে অধীর চৌধুরী ও নওশাদ সিদ্দিকী

রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটে দফা বৃদ্ধির দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বহরমপুরের সাংসদ তথা কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। মামলাটি গ্রহণ করেছেন প্রধান বিচারপতি। এর আগে দফা বৃদ্ধি অথবা পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি নিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও৷

সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে অধীর চৌধুরী ইতিমধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গুলিচালনা, ১৩ জনের মৃত্যু ও অশান্তির বিষয়ে উল্লেখ করে এখনও পর্যন্ত পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়নি বলে দাবি করেছেন। তাঁর দাবি, রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে একাধিক দফায় হোক পঞ্চায়েত ভোট। এই একই বিষয় হাইকোর্টে উপস্থাপন করেছে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে। মঙ্গলবার মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন:  Panchayet Election : ভাঙড়ে ফের মনোনয়ন দেবে আইএসএফ, নির্বাচন কমিশনকে নির্দেশ হাইকোর্টের

অন্যদিকে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি আদালতে জনস্বার্থ মামলা করে জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে গত পঞ্চায়েত নির্বাচনের সমসংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে এক দফায় পঞ্চায়েত ভোট হোক। অথবা বাহিনী পর্যাপ্ত না হলে নির্বাচন হোক একাধিক দফায়। প্রসঙ্গত উল্লেখ্য, আদালতের নির্দেশ মেনে পঞ্চায়েত ভোটে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন করেছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু কেন্দ্রের তরফে ৩৩৭ কোম্পানি বাহিনীর বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে। বাকি ৪৮৫ কোম্পানি বাহিনীর জন্য নির্বাচন কমিশন পুনরায় কেন্দ্রীয় সরকারকে চিঠি দিলেও এখনও পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রকে তরফে কোনও প্রত্যুত্তর আসেনি।

আরও পড়ুন:  Nandigram : নন্দীগ্রাম থানার আইসি বদল, ভোটের আগের সিদ্ধান্তে জল্পনা

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ