চার পুরসভার ভোটে সন্ত্রাসের অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

 

বিধাননগর, আসানসোল, চন্দননগর ও শিলিগুড়ি পুরভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য বিজেপি। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে।

আরও পড়ুন:  পঞ্চায়েত ভোটে বিজেপিকে জেতালেই পৃথক রাঢ়বঙ্গ রাজ্যের দাবি, জানালেন বিজেপি বিধায়ক

রবিবার চার পুরভোটের ফল ঘোষণার পর সন্ত্রাসের অভিযোগ এনেছিল বিজেপি। তারপরেই রাজ্য বিজেপি আদালতে মামলা করে। এর আগে ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতে গিয়েছিল বিজেপি। যদিও তা খারিজ হয়। কিন্তু নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশকে সুষ্ঠ ভোট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন:  “অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে”, এসপি-কে হুঁশিয়ারি শুভেন্দুর

বিজেপির তরফে আইনজীবী রঞ্জিত কুমার পুরভোটে সন্ত্রাসের অভিযোগ আদালতে আর্জি জানিয়েছেন, ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮টি পুরসভা ভোটের ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ করুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ