পঞ্চায়েত ভোটে বিজেপিকে জেতালেই পৃথক রাঢ়বঙ্গ রাজ্যের দাবি, জানালেন বিজেপি বিধায়ক

পঞ্চায়েত ভোটে বিজেপিকে জেতালেই পৃথক রাঢ়বঙ্গ রাজ্যের দাবি, জানালেন বিজেপি বিধায়ক

 

আসন্ন পঞ্চায়েত নির্বাচনবিজেপিকে জেতালেই পৃথক রাঢ়বঙ্গের রাজ্যের দাবি করা হবে বলে জানালেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।

প্রসঙ্গত উল্লেখ্য, পৃথক উত্তরবঙ্গের মতোই বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ রাজ্যের জঙ্গলমহলের জেলাগুলিকে নিয়ে পৃথক রাঢ়বঙ্গের রাজ্যের দাবিও উঠেছে একাধিকবার। এর আগে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খানও একই দাবি তুলেছিলেন। শনিবার ওন্দার মুড়াকাটা গ্রামে বিজেপির সভায় উপস্থিত ছিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তাঁর অভিযোগ, “রাঢ়বঙ্গ সম্পদে সমৃদ্ধ হলেও সেই সম্পদ সোজা চলে যাচ্ছে কালীঘাটে। দশকের পর দশক ধরে বঞ্চনার শিকার হচ্ছেন রাঢ়বঙ্গের মানুষ।” তিনি বলেন, “রাঢ়বঙ্গ সবকিছু থেকে বঞ্চিত। পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জেতান। যাতে ভোটের পর পৃথক রাজ্যের দাবি জানাতে পারি।” বিজেপি বিধায়কের বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ