২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী তৃণমূলের, সপ্তাহব্যাপী উদযাপনের ঘোষণা

২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী তৃণমূলের, সপ্তাহব্যাপী উদযাপনের ঘোষণা

পরপর রাজ্যের বিধানসভা ভোটকলকাতা পৌরসভার ভোটে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। জানুয়ারি মাসের প্রথম দিন দলের প্রতিষ্ঠা দিবস। এবারে ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে তৃণমূল। সেই উপলক্ষ্যে এক সপ্তাহ ব্যাপী উদযাপনের ঘোষণা করা হয়েছে দলের তরফে।

তৃণমূলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী কর্তৃক জারি করা দলীয় নির্দেশিকায় জানানো হয়েছে, “আগামী ১ থেকে ৭ জানুয়ারি বিশেষ ব্যক্তিদের সম্মানিত করে ‘মা মাটি মানুষ’-এর প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে দলীয় পতাকা উত্তোলন করা এবং মনীষীদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করতে হবে।” মনীষীদের তালিকায় গাঁধীজি, নেতাজি সুভাষ, বিবেকানন্দ, আবুল কালাম আজাদ এবং বিআর আম্বেডকরের নাম উল্লেখ করে তাঁদের ছবিতে মাল্যদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা, ব্লক ও ওয়ার্ড স্তরে তৃণমূলকর্মীদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের পাশাপাশি সরকারে উন্নয়নমূলক কাজ সম্পর্কিত রিপোর্ট সাধারণ জনগণকে অবহিত করতে, দুঃস্থ মানুষ ও হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করতে এবং রক্তদান কর্মসূচির আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। এছাড়াও সব ক্ষেত্রেই কঠোর ভাবে কোভিড বিধি মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ