Train Cancelled: কোরাই স্টেশনে রেল দুর্ঘটনা, দক্ষিণ ভারতের বহু ট্রেন বাতিল

Train Cancelled: কোরাই স্টেশনে রেল দুর্ঘটনা, দক্ষিণ ভারতের বহু ট্রেন বাতিল

সোমবার সকালে ওড়িশার ভদ্রক- কাপিলাস সেকশনের কোড়াই স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা। মৃত ৩ জন। ঘটনার জেরে পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারতগামী একাধিক ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে।

এইদিন সকাল পৌনে সাতটা নাগাদ কোড়াই স্টেশনে মালগাড়ির লাইনচ্যুত হয়। দুর্ঘটনার অভিঘাতে মালগাড়ির কামরাগুলি প্ল্যাটফর্মের উপরে ওভারব্রিজে উপর উঠে যায়৷ ভেঙে যায় প্ল্যাটফর্মের অনেক অংশ। অবরুদ্ধ হয়ে পড়ে আপ ও ডাউন লাইন। ইতিমধ্যে ২১ নভেম্বর বাতিল হয়েছে ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, ১৮০৪৫ শালিমার-হায়দ্রাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস।

২১ তারিখের বাতিল ট্রেন :

০৮৪৫৪/০৮৪৫৩ কটক-ভদ্রক-কটক
০৮৪৩৮/০৮৪৩৭ কটক-ভদ্রক-কটক
০৮৪৪১/০৮৪৪২ ভুবনেশ্বর-ব্রহ্মপুর-ভুবনেশ্বর
০৮৪১২ ভুবনেশ্বর-বালেশ্বর
১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর এক্সপ্রেস
১২২৭৭ হাওড়া-পুরী এক্সপ্রেস
১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস
১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস
১৮০৪৫ শালিমার-হায়দ্রাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস

২১ তারিখে সমস্ত পথ চলবে যা ট্রেনগুলি-

১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া এক্সপ্রেস জাজপুর কেওনঝড় রোড পর্যন্ত এসে খালি ফিরবে ভুবনেশ্বর।
১২২৭৮ পুরী-হাওড়া এক্সপ্রেস জাজপুর কেওনঝড় রোড পর্যন্ত এসে খালি ফিরবে পুরী।
০৮৪১১ বালেশ্বর-ভুবনেশ্বর এক্সপ্রেস কেন্দুয়াপাদা পর্যন্ত চলে খালি ফিরবে ভদ্রক।
১২৮৯১ বাংড়িপোসি-ভুবনেশ্বর ট্রেন ভদ্রকে থামবে।
১৮০২১ খড়গপুর-খুরদারোড ভদ্রকে থামবে এবং ১৮০২২ ট্রেন হিসেবে ভদ্রক থেকে খড়গপুর ফিরবে।

অন্য পথে চলা ট্রেনগুলি-

১৮০৪৬ হায়দ্রাবাদ-শালিমার ইস্টকোস্ট এক্সপ্রেস ২০ নভেম্বর তারিখে ছাড়া ট্রেনটি জারোলি-টাটা-অসানবোনি-খড়গপুর হয়ে যাবে।
১৮৪৭৭ পুরী-যোগনগরী হৃষিকেশ এক্সপ্রেস ২০ নভেম্বর তারিখে ছাড়া ট্রেনটি সম্বলপুর সিটি-ঝাড়সুগুডা হয়ে চলবে।
২২৮৫২ মেঙ্গালুরু সেন্ট্রাল-সাঁতরাগাছি এক্সপ্রেস ১৯ নভেম্বর ছাড়া ট্রেনটি জারোলি-টাটা-অসানবোনি-খড়গপুর হয়ে যাবে।
২২৬৪১ তিরুবনন্তপুরম সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস ১৯ নভেম্বর ছাড়া ট্রেনটি জারোলি-টাটা-অসানবোনি-খড়গপুর হয়ে যাবে।
১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ২০ নভেম্বর ছাড়া ট্রেনটি সম্বলপুর সিটি -ঝারসুগুডা-টাটা-অসানবোনি-খড়গপুর হয়ে যাবে।
২০৮৯০ তিরুপতি-হাওড়া ট্রেনটি সম্বলপুর সিটি-ঝারসুগুডা-টাটা-অসানবোনি-খড়গপুর হয়ে যাবে।
১২২৪৬ এসএমভিবি বেঙ্গালুরু-হাওড়া ২০ নভেম্বর ছাড়া ট্রেনটি সম্বলপুর সিটি-ঝারসুগুডা-টাটা-অসানবোনি-খড়গপুর হয়ে যাবে।
১২৮৬৪ এসএমভিবি বেঙ্গালুরু-হাওড়া ২০ নভেম্বর ছাড়া ট্রেনটি জারোলি-টাটা-অসানবোনি-খড়গপুর হয়ে যাবে।
২২৩০৫ এসএমভিবি বেঙ্গালুরু-জসিডীহ ২০ নভেম্বর ছাড়া ট্রেনটি জারোলি-টাটা-অসানবোনি-খড়গপুর হয়ে যাবে।
২২৮০৮ এমজিআর চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি ২০ নভেম্বর ছাড়া ট্রেনটি জারোলি-টাটা-অসানবোনি-খড়গপুর হয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ