“শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

"শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ" করানোর হুমকি কুনাল ঘোষের

 

বীরবাহা হাঁসদার কাছে ক্ষমা না চাইলে “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের। রবিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির নছিপুরে তৃণমূলের প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে মন্ত্রী অখিল গিরির মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়েছে রাজনৈতিক অলিন্দ৷ সোচ্চায় হয়েছে বিজেপি। ক্ষমা চেয়েছেন অখিল গিরি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মধ্যে তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তৃণমূলের বিধায়ক তথা মন্ত্রী বীরবাহা হাঁসদার উদ্দেশ্যে কু-মন্তব্যের। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দাখিলও করেছেন বীরবাহা। এবার সেই প্রেক্ষিতে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠলো কুনাল ঘোষের বিরুদ্ধে।

আরও পড়ুন:  ‘দু চারটে বুড়িমার চকোলেট বোম’ ফেলার নিদান অজিত মাইতির, রাজনৈতিক মহলে বিতর্ক

মুখপাত্র বলেন, ‘‘অখিলবাবু যা বলেছেন, তা কখনওই সমর্থনযোগ্য নয়। দল ভুল স্বীকার করেছে। ক্ষমা চেয়েছে। সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অখিলের মন্তব্যের প্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন।’’ এরপরেই তাঁর হুঁশিয়ারি, “বীরবাহা সম্পর্কে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন, তার জন্য উনি এখনও ক্ষমা চাননি। শুভেন্দুকে ক্ষমা চাইতে হবে, নয়তো ওঁকে দিয়ে বীরবাহার জুতো পালিশ করিয়ে ছাড়ব।” যা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ