মেদিনীপুরের কয়েকজন পিকনিক করতে এসেছিলেন কংসাবতী নদীর তীরে। কিন্তু ট্রেন লাইনের ধারে সেলফি তোলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির। আহত একজনের অবস্থা আশঙ্কা জনক।
- Advertisement -
জানা গিয়েছে, মেদিনীপুর সদর ব্লকের রাজার বাগান এলাকার বাসিন্দা মুস্তাক আলি খান (৩৭), আবির গায়েন (৩৫), জুনমত গায়েন (৩৫)রা দল বেঁধে পিকনিক করতে এসেছিলেন শহরের উপকন্ঠে কাঁসাই তথা কংসাবতী নদীর তীরে। উল্লিখিত যুবকেরা রেল লাইনে সেলফি তুলতে যান। ট্রেনের হুইসেলের শব্দ শুনে পালানোর চেষ্টা করলেও মেদিনীপুর হাওড়া লোকাল সামনে এসে গিয়েছিল। এমনকি ট্রেন ব্রেক কষলেও ধাক্কা দেয় যুবকদের।
ঘটনাস্থলেই মৃত্যু হয় মুস্তাক আলি খান ও আবির গায়েনের। গুরুতর আহত অবস্থায় জুনমত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।