খড়গপুর রুটে একাধিক ট্রেন বাতিল, অবরোধ আন্দোলনের জের

খড়গপুর রুটে একাধিক ট্রেন বাতিল, অবরোধ আন্দোলনের জের

গত কয়েকদিন ধরে হাওড়ার চলছে বিক্ষোভ আন্দোলনহাওড়া খড়গপুর শাখায় হাওড়ার একাধিক স্টেশনে গত শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত অবরোধ চলে, ফলে বাতিল হয় একাধিক ট্রেন। শনিবার অর্থাৎ ১১ জুন তারিখেও বিক্ষোভের আশঙ্কায় দক্ষিণ পূর্ব রেলের তরফে খড়গপুর শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন:  Dilip Ghosh: “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দেখাই করেন না”, গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের

বাতিল ট্রেন গুলি-

১২৮১৪ টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস,

১৮০০৪ আদ্রা-হাওড়া শিরোমণি এক্সপ্রেস,

আরও পড়ুন:  Train Cancelled: কোরাই স্টেশনে রেল দুর্ঘটনা, দক্ষিণ ভারতের বহু ট্রেন বাতিল

১২৮২৮ পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস,

১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস

ট্রেনগুলির মধ্যে আদ্রা-হাওড়া শিরোমণি এক্সপ্রেস এবং পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস জঙ্গলমহলের জেলাগুলির যাতায়াতকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেনগুলি বাতিল হওয়ায় জেলার যাত্রীরা সমস্যায় পড়তে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ