বিজেপি-র দুই বিধায়ক সাসপেন্ড, রাজ্যপালের ভাষণে বাধাদানের অভিযোগ

বিজেপি-র দুই বিধায়ক সাসপেন্ড, রাজ্যপালের ভাষণে বাধাদানের অভিযোগ

রাজ্যপালের বাজেট অধিবেশনের বক্তৃতায় বাধা দানের অভিযোগে বুধবার নাটাবাড়ি বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

গত সোমবার বিধানসভায় আসেন রাজ্যপাল। তাঁর বক্তব্য পেশের আগেই পুরভোটে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। ফলে বক্তব্য দিতে পারেননি রাজ্যপাল। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে বাজেট ভাষণের রীতিটুকু পালন করে সংক্ষিপ্ত ভাষণ দেন রাজ্যপাল।

আরও পড়ুন:  পঞ্চায়েত ভোটে বিজেপিকে জেতালেই পৃথক রাঢ়বঙ্গ রাজ্যের দাবি, জানালেন বিজেপি বিধায়ক

মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ জমা দিয়েছে তৃণমূল পরিষদীয় দল। বুধবার বিধানসভায় শাস্তি দানের প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ধ্বনিভোটে তা গৃহীত হয়। এরপরেই অসংসদীয় আচরণের জন্য চলতি অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় বিধায়ক মিহির গোস্বামী ও বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ