বিধাননগরে অশান্তির পরিপ্রেক্ষিতে সেখানে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোট করানোর দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। আদালতের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্য পুলিশের তত্ত্বাবধানেই হবে বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোলের পুরভোট।
- Advertisement -
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারি চার পুরসভার ভোটের জন্য আইএএস পদমর্যাদার বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত হচ্ছেন। থাকছেন আইজি পদমর্যাদার অফিসার। পুরভোটে রাজ্য পুলিশের সঙ্গে দায়িত্ব সামলাবে কমান্ডো, ইএফআর, এসটিএফ। নির্বাচন কমিশনের তরফে বিজেপি কর্তৃক পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি নাকচ করে দেওয়া হয়েছে