রাজ্যপালকে অপসারণের দাবি, রাজ্যসভায় প্রস্তাব তৃণমূলের

রাজ্যপালকে অপসারণের দাবি, রাজ্যসভায় প্রস্তাব তৃণমূলের

বিগত সময়ে পশ্চিমবঙ্গে রাজ্যপালরাজ্য সরকার সংঘাত তীব্র আকার নিয়েছে। একে অপরের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়। তৃণমূলের তরফে রাজ্যপালের অপসারণের জন্য মৌখিক দাবি জানানো হয়েছে প্রধানমন্ত্রীরাষ্ট্রপতির কাছে। এবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধনখড়কে রাজ্যপালের পদ থেকে সরানোর দাবিতে রাজ্যসভায় স্বতন্ত্র প্রস্তাব আনলেন তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়।

আরও পড়ুন:  “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

রাজ্যপালকে অপসারণের জন্য স্বতন্ত্র প্রস্তাব এনে পদক্ষেপের জন্য রাজ্যসভার চেয়ারম্যানের সম্মতি চেয়েছে তৃণমূল কংগ্রেস। ১৭০ ধারায় রাজ্যসভায় প্রস্তাব এনে অভিযোগ করা হয়েছে, প্রশাসনিক কাজের সমালোচনা করে সংবাদমাধ্যম এবং নেটমাধ্যমে রাজ্যপালের বিরূপ মন্তব্য গুরুতর।

আরও পড়ুন:  “পশ্চিমবঙ্গ জেহাদিদের জায়গা হবে নাহলে ডবল ইঞ্জিন সরকার হবে”, তৃণমূল-সিপিএমকে আক্রমণ শুভেন্দুর

এছাড়াও রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য সরকারকে সর্বসমক্ষে হেনস্থা, সংবাদমাধ্যমে কুৎসা এবং প্রশাসনিক কাজে হস্তক্ষেপের অভিযোগও আনা হয়েছে। রাষ্ট্রপতিকেও এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ