রাজ্যে বিজেপি-তে ভাঙন হয়েই চলেছে। বীরভূমের রামপুরহাটের ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সন্দীপ চক্রবর্তী মনোনয়ন জমা দেওয়ার পরে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
রামপুরহাটের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শুক্রবার তৃণমূলের জেলা পরিষদের মেন্টর তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন বিজেপি প্রার্থী সন্দীপ চক্রবর্তী। দল বদলের পর রাজ্যের উন্নয়নে শামিল হতেই এই পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেছেন তিনি।
- Advertisement -
যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তৃণমূল বিজেপি প্রার্থীদের হুমকি দিয়ে এবং শাসিয়ে দলে যোগ দেওয়াচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথাও বলা হয়েছে।