SSC Scam : এখনই চাকরি যাচ্ছে না ‘অযোগ্য’ শিক্ষক ও অশিক্ষক কর্মীদের, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

SSC Scam : এখনই চাকরি যাচ্ছে না 'অযোগ্য' শিক্ষক ও অশিক্ষক কর্মীদের, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় গ্রুপ সি, নবম-দশমের শিক্ষক ও গ্রুপ ডি কর্মীদের চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশ এখনই কার্যকর হচ্ছে না।

কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি বিশ্বজিৎ বসুর একাধিক রায়ে এসএসসি গ্রুপ ডি ১,৯১১ জন, ৮৪২ জন গ্রুপ সি কর্মী এবং নবম-দশম শ্রেণির ৯৫২ জন সহকারী শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন চাকরিচ্যুতরা।

চাকরি হারানো কর্মীদের তরফে আইনজীবী সুপ্রিম কোর্টের শুনানিতে জানান, তাঁদের বক্তব্য সঠিক ভাবে না শুনেই হাইকোর্ট আদেশ দিয়েছে। সেই আদেশে স্থগিতাদেশের আর্জি জানানো হয়। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ আপাতত সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরি বাতিলের আদেশ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ