মলদ্বারে কন্ডোমের ভিতর সোনা! মুর্শিদাবাদের লালগোলার অ্যাট্রসিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে সোনা পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তা করেছে বিএসএফ। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ধৃত যুবকের স্বাস্থ্য পরীক্ষা ও সোনা উদ্ধারের পর লালগোলা পুলিশকে সমর্পণ করা হয়েছে।

দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ৪৫ নম্বর ব্যাটালিয়নের অ্যাট্রসিয়া সীমা চৌকির ‘জিরো লাইন’ এলাকায় চাষির ছদ্মবেশে এক ব্যক্তি সোনা পাচারের চেষ্টা করছে বলে গোয়েন্দা সূত্রে খবর পায় বিএসএফ। শুরু হয় তল্লাশি ও চেকিং। ট্রাক্টর সহ এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ার আটক করে তল্লাশি চলে। সেই সময়েই মেটাল ডিটেক্টরে আব্দুস সামাদ নামে ঐ যুবকের শরীরের কোনো বস্তুর উপস্থিতি পরিলক্ষিত হয়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে ধৃতকে শল্য চিকিৎসা বিভাগে এক্স রে করা হলে মলদ্বারে ধাতু দেখতে পান চিকিৎসকেরা।

এরপর ধৃতের মলদ্বার থেকে কন্ডোমে থাকা আনুমানিক ৪৫ লক্ষ টাকা মূল্যের ছ’টি সোনার বিস্কুট উদ্ধার হয়। ধৃতকে স্বাস্থ্য পরীক্ষার পর লালগোলা পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।