Mamata Banerjee : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

Mamata Banerjee : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের ভাওকল গ্রামের নাম এবং পরিচিতি ধীরে ধীরে মুছে যাচ্ছে বলে অভিযোগ এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। জেলাশাসককে বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

প্রদীপ হালদার নামে ভাওকল গ্রামের এক বাসিন্দা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে জানিয়েছেন, গ্রামের নামের ব্যবহার ক্রমশ কমে যাচ্ছে। বহু সরকারি প্রকল্পে গ্রামের নাম ব্যবহার হচ্ছে না বলেও অভিযোগ৷ সরকারি প্রকল্পের অনুমোদন আসে পাশের গ্রামের নামে৷ বাধ্য হয়ে গ্রামের বাসিন্দাদের সরকারি প্রকল্পের সুবিধা পেতে হলে প্রতিবেশী গ্রামের নাম ব্যবহার করতে হচ্ছে। সরকারি ক্ষেত্রে গ্রামের নামের ব্যবহার কমে যাওয়ার ফলে গ্রামের নাম ও গ্রাম পরিচিতি হারিয়ে যাচ্ছে। বিভিন্ন কর্তৃপক্ষের কাছে আবেদনের পরেও পদক্ষেপ হয়নি। তাই মামলাকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জনস্বার্থ মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

আরও পড়ুন:  Coromandel Express : বালেশ্বর যাচ্ছেন মোদী, কপ্টারে রওনা মমতার, অল্প আহতদের অর্থ সাহায্য রেলের

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ, জেলাশাসককে বিষয়টি খতিয়ে দেখে আগামী ৬ সপ্তাহের মধ্যে পদক্ষেপের নির্দেশ দিয়েছে। গ্রামের নিজস্ব স্বীকৃতি বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে বলেও হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ