স্বাস্থ্যসাথীতে দুর্নীতি, ২৩টি বেসরকারি হাসপাতালের জরিমানা স্বাস্থ্য দফতরের

স্বাস্থ্যসাথীতে দুর্নীতি, ২৩টি বেসরকারি হাসপাতালের জরিমানা স্বাস্থ্য দফতরের

রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পে একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ওঠে দুর্নীতির অভিযোগ। এবার দুর্নীতি ও অনিয়মের জন্য স্বাস্থ্য দফতরের তরফে রাজ্যের ২৩ টি বেসরকারি হাসপাতালের জরিমানা করা হয়েছে মোট ৫ কোটি ৩১ লক্ষ টাকা।

সাধারণ মানুষকে স্বাস্থ্য বিমার সুযোগ দিতে স্বাস্থ্য সাথী প্রকল্প এনে ছিল রাজ্য সরকার। বহু মানুষ এই প্রকল্পে নাম নথিভুক্ত করিয়েছেন। কিন্তু একাধিক হাসপাতালের বিরুদ্ধে ভুয়ো বিল, ভুয়ো রিপোর্ট, অহেতুক মেডিক্যাল টেস্ট প্রভৃতির মাধ্যমে এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ আসছিল। অভিযোগ খতিয়ে দেখে, এরপরেই পদক্ষেপ গ্রহণ করে স্বাস্থ্য দফতর। ১০টি জেলার ২৩টি নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালকে মোট ৫ কোটি ৩১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ইতিমধ্যে বেশিরভাগ নার্সিংহোম ও বেসরকারি হাসপাতাল জরিমানার অঙ্ক মিটিয়ে দিলেও কয়েকটি এখনও দেয়নি। তাদের জরিমানা না মেটানো পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ