Mamata Banerjee : স্বাস্থ্যসাথী কার্ড না নিলে বাতিল লাইসেন্স, বেসরকারি হাসপাতালগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee : স্বাস্থ্যসাথী কার্ড না নিলে বাতিল লাইসেন্স, বেসরকারি হাসপাতালগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করতে হবে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে। অন্যথায় বাতিল হবে হাসপাতালের লাইসেন্স।

সোমবার রাজ্যের বিধানসভা অধিবেশন ছিল। স্বাস্থ্যসাথী কার্ডে রোগীদের বেসরকারি হাসপাতালে ভর্তি নিয়ে একাধিকবার বিভিন্ন অভিযোগ উঠেছে। একাধিকবার রাজ্য সরকারের তরফে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক হয়েছে, বার্তাও দেওয়া হয়েছে। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে রোগীদের ভর্তির বিষয়ে বেসরকারি হাসপাতালগুলির অনিহা আছে বলে অভিযোগ প্রতিনিয়ত ওঠে। সেই বিষয়ে সোমবার বিধানসভায় প্রশ্ন তোলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তার জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ না করা হলে বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ