বাম-বিজেপি জোট সমবায় সমিতির নির্বাচনে, ১২ সদস্যকে বহিষ্কার সিপিএমের

 

সমবায় সমিতিনির্বাচনবাম-বিজেপি জোট করে জমা দেওয়া হয়েছিল মনোনয়ন। সিপিএমের জেলা নেতৃত্ব এর জেরে ১২ জন সদস্যকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে৷ দলের দু’জন এরিয়া কমিটির সদস্যকে শো-কজ করা হতে চলেছে৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে খারুই গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে।

জানা গিয়েছে, খারুই গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে স্থানীয় ভাবে জোট বেঁধে ‘সমবায় বাঁচাও মঞ্চ’ গড়ে স্থানীয় বিজেপি এবং সিপিএম মনোনয়ন দাখিল করে৷ ৪৩টি আসনের মধ্যে ২৭টিতে বামেরা এবং ১৬টিতে বিজেপি প্রার্থী দেয়। ২৭ জনের মধ্যে ১২ জন সিপিএম সদস্য ও বাকিরা সাধারণ সমর্থক। এই খবর প্রকাশ্যে আসতেই সিপিএম এর জেলা নেতৃত্বের তরফে মনোনয়ন প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়৷ সেই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়, অন্যথা দলের তরফে ব্যবস্থা নেওয়া হবে৷

আরও পড়ুন:  “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

সমবায় সমিতির ভোট আগামী ৪ ঠা ডিসেম্বর। শুক্রবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। কিন্তু কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় সিপিএম-এর জেলা নেতৃত্বের তরফে ১ জন এরিয়া কমিটির সদস্য সহ ১২ জন সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ